আন্তর্জাতিক

মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলেছেন।

Advertisement

জিও টিভিকে দেয়া ওই সাক্ষাৎকারে শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তারা যদি শান্তি প্রক্রিয়াকে গুরুত্ব দেয়, তাহলে আমরাও তার জন্য প্রস্তুত আছি। তারা যদি আলোচনাকে গুরুত্ব দেয়, তাহল আমরাও আলোচনা করতে প্রস্তুত।’

>>> পাক-ভারত উত্তেজনার লাইভ আপডেট

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের উদ্দেশে আরও বলেন, ‘আপনাদের হাতে যদি কোনো প্রমাণ্য দলিল থাকে তাহলে নিয়ে আসেন যৌথভাবে আলোচনা করি। আমি আলোচনার জন্য প্রস্তুত। যদি আপনি সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে চান তাহলে আমি প্রস্তুত। যদি আপনি শান্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলেও আমি প্রস্তুত। আর আপনার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন, আমি প্রস্তুত।’

Advertisement

শাহ মেহমুদ কুরেশি আরও বলেন, ‘আপনারা আসলে কী চান? আপনারা কী রাজনীতির জন্য আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে চান? আপনারা কী নিরীহ মানুষের জীবন চান? তাহলে এটা কোনো বিজ্ঞ মানুষের কাজ হতে পারে না। এটা যেমন বোধবুদ্ধির পরিচয় বহন করে না, তেমনি রাষ্ট্রনেতার পরিচয়ও বহন করে না।’

এসএ/পিআর