বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগে আগামী ৬ মার্চ বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞরা কিছু সংখ্যক হৃদরোগীর করোনারি এনজিওপ্লাস্টি করাবেন।
Advertisement
আগ্রহী রোগীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের চারতলায় কার্ডিওলজি বিভাগে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ৮ মার্চ (শুক্রবার) বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের যৌথ উদ্যোগে হৃদরোগ বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ইয়াংজিয়াউ, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ডা. রাজিস এম ডাবি, সুইডেনের ডা. গোরান অলিভেক্রোন, জাপানের ডা. থাকসি আকাসা ও অধ্যাপক ডা. পেটার ক্লেমম্যানসিন।
Advertisement
কনফারেন্সকে সামনে রেখে কিছু সংখ্যক রোগীর করোনারি এনজিওপ্লাস্ট করাবেন তারা।
বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/বিএ
Advertisement