আন্তর্জাতিক

ইরানে আত্মঘাতী হামলায় ২৭ রেভল্যুশনারি গার্ড নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হয়েছেন। বুধবার পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ওই হামলা চালানো হয়েছে।

Advertisement

ইরানের ফার্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি বাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ গার্ড আহত হয়েছেন।

ইরানের উপ-প্রধানমন্ত্রী এশাক জাহাঙ্গিরি বলেন, এই হামলা ইসলামি বিপ্লব রক্ষায় ইরানি জনগণের দৃঢ় প্রচষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আগের চেয়ে আরও বেশি দৃঢ় হবে বলে উল্লেখ করেছেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গাড়ি-বোমা হামলা চালানো হয়েছে।

Advertisement

ফার্সের খবরে বলা হয়েছে, দ্য জইস আল আদল (আর্মি অব জাস্টিস) ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে। রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে ওই হামলার খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্ত থেকে গার্ডের সদস্যরা ফিরে আসার সময় ওই হামলা চালানো হয়েছে।

টিটিএন/জেআইএম