খেলাধুলা

প্রতি বিভাগে ফুটবল স্টেডিয়ামের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রত্যেকটি বিভাগে একটি করে ফুটবল স্টেডিয়াম তৈরির আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের সঙ্গে সভায় এ আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

এ সভায় বাফুফে জেলার ফুটবল উন্নয়নে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে বাফুফেকে। যার মধ্যে আর্থিক ও মাঠ সমস্যার সামাধান অন্যতম। বাফুফে প্রতিটি ডিএফএর জন্য বাৎসরিক ১২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে।

যার ৫ লাখ টাকা জেলা লিগ আয়োজনের জন্য, ৩ লাখ টাকা ফুটবল ডেভেলপমেন্টের জন্য এবং ২ লাখ টাকা করে মহিলা ফুটবল উন্নয়ন ও অফিস খরচ বাবদ খরচ করবে ডিএফএগুলো। ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জেলার ফুটবলে এ সহায়তার চেষ্টা করবেন।

সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাজেটের পরিমাণও বেড়েছে। দেশে ক্রিকেটের জন্য যদি আলাদা স্টেডিয়াম থাকতে পারে ফুটবলের জন্য কেন থাকবে না! ফুটবলের আলাদা স্টেডিয়াম নিয়ে আমার চিন্তা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিভাগে যদি একটি করে স্টেডিয়াম করতে পারি এবং পরবর্তীতে যদি জেলা পর্যায়ে করতে পারি তবে ফুটবলে জাগরণ সৃষ্টি হবে। অবশ্যই আমার চেষ্টা থাকবে বিভাগীয় পর্যায়ে হলেও একটি করে স্টেডিয়াম যাতে ফুটবলের জন্য থাকে। সেটা নতুন হোক, কিংবা পুরনো। একটা স্টেডিয়াম যাতে ফুটবল পেতে পারে সে চেষ্টা থাকবে আমার।’

Advertisement

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জেলা সংগঠকরাও বলেছেন-জেলা পর্যায়ে বিভিন্ন এলাকায় ক্রিকেটের জন্য স্টেডিয়াম আছে। ফুটবলের জন্য কিন্তু আলাদা কোনও স্টেডিয়াম নেই এবং ফুটবলের জন্য জেলা স্টেডিয়ামের কখনও কখনও বরাদ্দ পায় না। আমরা প্রতিটি ডিএসএকে চিঠি দিয়ে জানাবো, যাতে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে যখন তারা কোনও লিগ অথবা টুর্নামেন্ট আয়োজন করবে; সে সময়টুকু যাতে ডিএফএকে বরাদ্দ দেওয়া হয়।’

সভাকে ফলপ্রসু উল্লেখ করে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘প্রথমত আমরা চেয়েছি আর্থিক সহায়তা। তারপর চেয়েছি বছরে ৬ মাস যাতে ফুটবল মাঠ ব্যবহার করতে পারে। তারপর চেয়েছি অফিস। মন্ত্রী সাহেবের কথায় মনে হয়েছে তিনিও এ বিষয়গুলোরও উপর জোর দিচ্ছেন। আমরা সন্তুষ্ট। আমার মনে হচ্ছে এই মন্ত্রী সাহেবের অধীনে ক্রীড়াঙ্গনে সাফল্য আসবে।’

আরআই/এমএমআর/জেআইএম

Advertisement