জাতীয়

মিলঘাটে খোলা পাটও কেনা যাবে

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন মিলগুলোতে বেল পাটের পাশাপাশি লুজ (খোলা) পাটও কেনা যাবে।

Advertisement

গত ৩১ জানুয়ারি বিজেএমসি থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিজেএমসির আওতাধীন মিলগুলোতে পাট কেনার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, লুজ পাট কেনার বিষয়ে সুপারিশ করা হয়।

সিদ্ধান্তে বলা হয়, মিলঘাটে বেল পাট কেনার পাশাপাশি লুজ পাট কেনা যাবে। কোনোক্রমেই এজেন্সি থেকে লুজ পাট পাঠানো যাবে না। মিলের আউটটার্ন রেজিস্টারে পাটের শ্রেণিভিত্তিক আউটটার্নের শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

Advertisement

পাটচাষি ও ক্ষুদ্র পাট ব্যবসায়িদের দীর্ঘ দিনের দাবির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০১৬ সালের ৭ আগস্ট বেল আকারে পাট কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/বিএ/এমএস