জোকস

আজকের কৌতুক: প্রেমিক-প্রেমিকার কথোপকথন

কৌতুক এক: প্রেমিক-প্রেমিকার কথোপকথন

Advertisement

প্রেমিকা: শোনো, আমাকে বিয়ে করতে হলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে।

প্রেমিক: যেমন?

প্রেমিকা: এই ধরো রোজ সন্ধ্যার পর ক্লাবে যাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা, সিগারেট খাওয়া, রাতে নাক ডাকা, বোকার মতো টাকা খরচ করা, খামাখা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া। কী, পারবে এসব ত্যাগ করতে?

Advertisement

প্রেমিক: দেখি, ভেবে দেখতে হবে।

পরদিন আবার দুজনের দেখা-

প্রেমিকা: কী ভেবেছ?

প্রেমিক: আসলে একবারে তো আর সব কিছু ত্যাগ করা যায় না, একটু একটু করে বাদ দিতে হয় আর কী। যেমন প্রথমত একটা জিনিস ত্যাগ করেছি।

Advertisement

প্রেমিকা: কী?

প্রেমিকা: ইয়ে মানে, আপাতত বিয়ের চিন্তাটা।

আরও পড়ুন: আজকের কৌতুক : স্বামী মারা গেলে স্ত্রী যা বললেন

****

কৌতুক দুই: পরামর্শ

রোকন সাহেব এবং জরিনা বেগম স্বামী-স্ত্রী। দুজনের মধ্যে কিছুতেই বনিবনা হচ্ছে না। দিনরাত ঝগড়া লেগেই থাকে। তারা গেছেন একজন পরামর্শকের কাছে। সব শুনে পরামর্শক রোকন সাহেবকে বললেন, ‘আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। শুনুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ কিলোমিটার হাঁটবেন।’

এক সপ্তাহ পর রোকন সাহেবকে ফোন করলেন পরামর্শক।

পরামর্শক: কী খবর রোকন সাহেব, আছেন কেমন?

রোকন সাহেব: আমি তো খুবই ভালো আছি! আপনার পরামর্শ কাজে লেগেছে।

পরামর্শক: বাহ! আপনার স্ত্রী কেমন আছেন?

রোকন সাহেব: কী করে বলব? আমি তো বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আছি!

আরও পড়ুন: আজকের কৌতুক : পেনড্রাইভের বিরুদ্ধে ইঁদুরের বিপ্লব

****

কৌতুক তিন: হাতখরচের টাকা

স্বামী: আমার মনে হয় আমাদের মেয়ে প্রেম করছে!

স্ত্রী: তুমি এরকম ভাবছ কেন?

স্বামী: না মানে, এখন সে আর আমার কাছে হাতখরচের টাকা চায় না!

এইচএন/পিআর