জোকস

আজকের কৌতুক : ভোটে হেরে যা বললেন প্রতিদ্বন্দ্বী

কৌতুক- এক : ভোটে হেরে যা বললেন প্রতিদ্বন্দ্বী

Advertisement

এক ভদ্রলোক তার বিপরীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটে দাঁড়ালেন। ভদ্রলোকটি ভোটে হারার পর তাকে প্রশ্ন করা হলো-সাংবাদিক: আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন? লোক: তিনশ এক।সাংবাদিক: তা আপনি তো জানতেন যে, কিছুতেই ওনার বিপরীতে জিততে পারবেন না, তাহলে দাঁড়ালেন কেন?লোক: আমি ভোটে জিতবার জন্য তো দাঁড়াইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম- এই শহরে কত বোকা লোক আছে!

> আরও পড়ুন- আজকের কৌতুক : ডিভোর্স অর্ধেকে নেমে আসতো! 

****

Advertisement

কৌতুক- দুই : অস্ত্র আমার কাছেও আছে!

এক সন্ত্রাসী হঠাৎ করে রাজনীতিতে ঢুকে গেল। সে মিটিং ডাকল এক জায়গায়। অল্প কিছু লোকজন হলো। ধরা যাক ১০০ জন শ্রোতা।

বক্তৃতার একপর্যায়ে হঠাৎ একটা বোমা ফাটলো! ভয়ে ৫০ জনই ভেগে গেল। সন্ত্রাসী চিৎকার করে উঠল, ‘বোমা ফাটিয়ে অস্ত্র দেখিয়ে আমাকে ভয় পাওয়ানো যাবে না। অস্ত্র আমার কাছেও আছে!’ বলে পকেট থেকে পিস্তল বের করে দু রাউন্ড গুলি করল। এবার বাকি ৫০ জনও ভেগে গেল!

> আরও পড়ুন- আজকের কৌতুক : প্রেমিকার শর্ত শুনে যা করলো প্রেমিক 

Advertisement

****

কৌতুক- তিন : বিশ্বাসঘাতক ও দেশপ্রেমিক

কর্মী: বিশ্বাসঘাতক কাকে বলে স্যার?নেতা: জান না? আমাদের দল ছেড়ে যারা অন্য দলে যোগ দেয়, তারা বিশ্বাসঘাতক।কর্মী: আর যারা অন্য দল ছেড়ে দিয়ে আমাদের দলে যোগ দেয়?নেতা: তারা দেশপ্রেমিক।

এসইউ/এমকেএইচ