আন্তর্জাতিক

সিরিয়ায় ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করতে হবে : রাশিয়া

সিরিয়ার ওপর ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বেশ কিছু অবস্থানে নতুন করে হামলা চালানোর পর মস্কো তেল আবিবের প্রতি এই আহ্বান জানাল।

Advertisement

ইসরায়েল বহুদিন ধরে সিরিয়ার সরকারি অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তেল আবিব দাবি করছে, তারা সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার মস্কোয় বলেন, ‘স্বাধীন দেশ সিরিয়ার ওপর স্বেচ্ছাচারী হামলা অবশ্যই বন্ধ করতে হবে। এ ধরনের হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনাই কেবল বাড়বে।’ তাছাড়া এর ফলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের দীর্ঘমেয়াদি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেও জাখারোভা মন্তব্য করেন।

রাশিয়ার এই মুখপাত্র বলেন, সিরিয়া গত বেশ কয়েক বছর ধরে সামরিক সংঘাতে লিপ্ত। এ অবস্থায় কারো ভূকৌশলগত স্বার্থরক্ষার লক্ষ্যে এ দেশটির ওপর হামলা করা ঠিক হবে না।

Advertisement

সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েল থেকে ছোঁড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করার পর জাতিসংঘে এই অভিযোগ জানাল সিরিয়া। গত সোমবার ভোরে ইসরায়েল ওই হামলা চালায় যাতে সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন।সূত্র: পার্সটুডে

এসএ/জেআইএম