নির্বাচন বাতিলের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ ছাড়া আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে ‘ভোট ও ভাতের’ অধিকারের দাবিতে জেলায় জেলায় সভা-সমাবেশ করবে জোটটি।
Advertisement
মঙ্গলবার সিপিবির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণতদন্ত কমিশন গঠন নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ২৮ জানুয়ারি গোলটেবিল বৈঠক করার সিদ্ধান্ত হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, আবদুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোমিনুর রহমান।
এফএইচএস/জেডএ/আরআইপি
Advertisement