খেলাধুলা

ইতিহাস গড়তে কোহলিদের লক্ষ্য ২৩১

বছরের শুরুতে প্রথমবারের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এবার তাদের সামনে সুযোগ এসেছে ইতিহাসের প্রথম ভারতীয় দল হিসেবে অসিদের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতে নেয়ার।

Advertisement

এজন্য তাদের লক্ষ্যটা খুবই ছোট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি জিততে ভারতের করতে হবে ২৩১ রান। ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে মাত্র ২৩০ রানেই অলআউট হয়ে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ৮ রানের মাথায় অ্যালেক্স ক্যারে (৫) ও ২৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ (১৪)।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন উসমান খাজা এবং শন মার্শ। একই ওভারে দুজনকে ফিরিয়ে দেন লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল। খাজা ৩৪ এবং মার্শ খেলেন ৩৯ রানের ইনিংস।

Advertisement

এরপর নিজ দলের ইনিংস একাই টানেন পিটার হ্যান্ডসকম্ব। দলের পক্ষে একমাত্র ফিফটিতে ৬৩ বলে ৫৮ রান করেন তিনি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২৬ রান।

ভারতের পক্ষে বল হাতে একাই ৬ উইকেট নেন চাহাল। এছাড়া ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামী নেন ২টি করে উইকেট।

এসএএস/এমএস

Advertisement