ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শিলা বেগম (৩৫) নামে এক নারীর নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তেঁতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিলা বেগম (৩৫) উপজেলার তেঁতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক বলেন, বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষক শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাত ৯টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । সংঘর্ষে চার নারীসহ ১৫ জন আহত হন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
Advertisement
এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি জানিয়ে পরিদর্শক সৈয়দ এমদাদুল হক বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এএইচ/এএসএম
Advertisement