আন্তর্জাতিক

শবযাত্রায় সাউন্ড বক্স, নৃত্য!

মাইক ও বক্স বাজিয়ে চলছে শেষকৃত্য। সঙ্গে নাচানাচি। আশ্চর্যজনক এই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার নয়াবসত গ্রামে। এলাকার সবচেয়ে প্রবীণ নাগরিকের মৃত্যু এভাবেই উদযাপন করলেন পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা।

Advertisement

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোররাতে মারা যান ১০৫ বছর বয়সি পিয়ারি চালক নামে এক বৃদ্ধা। শতায়ু বৃদ্ধার শেষযাত্রাকে স্মরণীয় রাখার জন্য পরিকল্পনা করেন পরিবারের সদস্যরা। যেমন ভাবা, তেমন কাজ। রীতিমতো ভ্যানের ওপরে মাইক লাগিয়ে, সাউন্ড বক্স বসিয়ে শুরু হয় শেষযাত্রা।

শ্মশানে নিয়ে যাওয়ার সময়ে এ দৃশ্য চোখে পড়ে পথচারীদের। ভক্তিমূলক সঙ্গীত থেকে আধুনিক জনপ্রিয় বাংলা গান- ছিল সবই। শেষযাত্রার সময়ে শ্মশানযাত্রীদের মধ্যে কেউ কেউ অল্প কোমরও দুলিয়েছেন। শেষকৃত্যের সময়েও একইভাবে বেজেছে মাইক।

রাজু নামে শ্মশানযাত্রী এক যুবক জানান, এত বয়সে ঠাকুমার মৃত্যু হওয়ায় তার নাতিরা দুঃখ নয়, একটু আনন্দ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

এসআর/আরআইপি