খেলাধুলা

উয়েফার টুর্নামেন্টে সাইপ্রাসের কাছে হার কিশোরদের

উয়েফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবলের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার থাইল্যান্ডের বুরিরাম শহরে লাল-সবুজ জার্সিধারী কিশোররা ৪-০ গোলে হেরেছে ইউরোপের দল সাইপ্রাসের কাছে।

Advertisement

১৭ মিনিটে পেনাল্টিতে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ৭০ মিনিটে ব্যবধান হয় ২-০। দুই গোলে এগিয়ে যাওয়ায় সাইপ্রাসের কোচ সাইডবেঞ্চের খেলোয়াড়দের নামান। পরে আরো দুই গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের পর বাংলাদেশের কোচ পারভেজ বাবু বলেন, ‘এ ধরনের দলের বিপক্ষে আগে কখনো খেলেনি। ম্যাচ খেলার মাধ্যমে খেলোয়াড়রা ভুল ত্রুটি শুধরে এগিয়ে যাবে। সাইপ্রাসের খেলোয়াড়রা আমাদের চেয়ে ট্যাকটিক্যালি অনেক বেশি এগিয়ে। কিছু ভুলের কারণে আমরা গোল হজম করেছি। খেলোয়াড়রা বেশ অভিজ্ঞতা অর্জন করেছে এই ম্যাচ হতে।’

বুধবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১৪ ডিসেম্বর শেষ ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ।

Advertisement

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলমিতুল মারমা, হেলাল আহমেদ, মারুফ আহমেদ মুগ্ধ, আল আমিন (রবিউল আলম), ইবনে, কামরান উদ্দিন রাজু, রুস্তম ইসলাম দুখু মিয়া, নিহাত জামান উৎস, নাজমুল (রাসেল আহমেদ), রাজা আনসারী (আশিকুর রহমান)।

আরআই/এমএমআর/পিআর