বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এর আগে, বুধবার রাত ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম ফজিলাতুন্নেছা (৮০)। মৃত্যুকালে তিনি মেয়ে-নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেয়া হয়।
Advertisement
আজ সকালে প্রধানমন্ত্রী অসুস্থ ফজিলাতুন্নেছাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান। শেখ হাসিনা এ সময় তার শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং উপস্থিত চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
বিএ