বিনোদন

নিজেদের সিনেমা ‘লিডার’ বয়কট করলেন ওমর সানি-মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘লিডার’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল ১৬ নভেম্বর। সিনেমাটিতে একজন নেত্রীর চরিত্রে পাওয়া যাবে মৌসুমীকে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানিও। কিন্তু মুক্তির আগেই ছবিটির নির্মাতা দিলশাদুল হক শিমুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ছবিটিকে বয়কট করলেন ছবির প্রধান দুই শিল্পী ওমর সানি ও মৌসুমী।

Advertisement

ছবিটি নিয়ে কথা বলতে বৃহস্পতিবার ফেসবুক লাইভে আসেন ওমর সানি। তিনি বললেন, ‘‘আগামীকাল মুক্তি পাবে ‘লিডার’ ছবিটি। এটা প্রতারণা হচ্ছে। একটি কারন বলবো, এই ছবিটিতে যখন আমি আর মৌসুমী অভিনয় করার সম্মতি দিয়েছি তখন গল্পটি অনেক ভালো লেগেছিল। একজন পরিচালক একটি ছবিকে কিভাবে ডিস্ট্রয় করতে পারে তার বাস্তব প্রমাণ আমি পেলাম। এই ছবিতে আমি আর মৌসুমী কেউ ডাবিং করিনি এবং এই ছবির ৬০ ভাগ শুটিং বাকি আছে এখনো। পরিচালক শিমুল এই প্রতারণা কেনো করলো আমি জানি না। সে আমাদের সাথে, দর্শকদের সাথে, একটি গল্পের সাথে প্রতারণা করেছে। এটা করার দরকারই ছিল না।’

ওমর সানি আরও বলেন, ‘পরিচালক ছবিটা শেষ করতে পারতো। শুটিংয়ে অনেক নয়েজ থাকে, ডাবিং এ সেটা আমরা ঠিক করি। সেই সুযোগটুকু পেলাম না। এক বছর আগে পরিচালক সমিতিতে আমি অভিযোগ করেছিলাম, সেন্সর বোর্ডে ও শিল্পী সমিতিতে আমি চিঠি পাঠিয়ে ছিলাম। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার আমাকে ডেকে ছিলেন। তাদের সঙ্গে বসেছিলাম। সেখানে বিচার বসে। তারা বলে দেয় কিছু শুটিং করতে হবে, ডাবিং করতে হবে। পরিচালক এগুলো কিছুই করেননি। এখন শুনছি ছবিটি মুক্তি পাচ্ছে। একটা ভালো ছবিকে মেরে ফেরার অধিকার কার আছে? একটা অসমাপ্ত ছবি কীভাবে মুক্তি পায়? পরিচালক হয়ে এই কাজটি তিনি কীভাবে করলেন?’

দর্শকদের কাছে অভিযোগ জানিয়ে ওমর সানি বলেন, ‘আমি একজন সচেতন মানুষ, চলচ্চিত্র প্রেমি, তাই আপনাদের জানাতে বাধ্য হলাম। পরে আপনারাই বলবেন ভালো হয়নি। আমি ও মৌসুমী ছবিটি বর্জন করছি। একটা ছবি মুক্তি পেলে সেই ছবির শিল্পীদের জন্য সব চেয়ে বড় খুশির খবর হয়। কিন্তু আমি খুশি হতে পারছি না। আমি প্রযোজক সমিতিকে চিঠি দিয়েছি তাদের উত্তর পায়নি এখনো। দর্শক আপনাদের জানালাম এর বিচার আপনারাই করবেন।’

Advertisement

ওমর সানির নানা অভিযোগের প্রতি উত্তরে নির্মাতা দিলশাদুল হক শিমুল জাগো নিউজকে বলেন, ‘‘আমাদের ছবির একটা ট্যাগ লাইন আছে ‘উন্নয়নের গতিকে তরান্বিত করতে লিডারকে জয়যুক্ত করুন’। সারা বিশ্বেই, বলিউডের অনেক ছবিতেও এভাবে ছবির ভয়েস রেকর্ডিং হয়েছে। আমরা যদি পুরোনো দিনেই পড়ে থাকি তাহলে কেমন করে হবে। ডাবিং করলে অনেক কিছুই মেলে না। আমরা ন্যাচারাল রাখার জন্যই আলাদা ভাবে ডাবিং করিনি। এটা উনি (ওমর সানি) জানতেন। তারপরও কেন ছবিটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন আমি জানি না। ছবির ক্রিয়েটিভ রাইট ছবির ডিরেক্টরের, প্রযোজকের, এডিটরের। এই ছবির তিনটাই আমি। সেন্সর বোর্ড ছবিটিকে সেন্সর দিয়েছে। কোনো সমস্যা থাকলে তো সেন্সর হতো না। ছবির কতোটুকু কাজ বাঁকি আছে এটা ছবির ডিরেক্টরই তো বলতে পারবে। আমি তো নাচ গানের ছবি করতে আসিনি। এটা নাচ গানের ছবিও না। বাংলাদেশের ছবি পাল্টে যাচ্ছে। সবাইকে দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে।’

ছবির মুক্তি প্রসঙ্গে শিমুল আরও বলেন, ‘‘এই সপ্তাহে ‘হাসিনা এ ডটার’স টেল’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটি নিয়ে আমারও অনেক আগ্রহ আছে। তাই আমার ছবিটি প্রথম সপ্তাহে অল্প পরিসরেই মুক্তি দিতে চাই। পরের সপ্তাহে বড় পরিসরে মুক্তি দেওয়ার কথা ভেবেছি।’

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মাণ হয়েছে ‘লিডার’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

এমএবি/এলএ/পিআর

Advertisement