দেশজুড়ে

রূপগঞ্জে রেকর্ড, এক আসনে এমপি হতে চান ১৬ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ মনোনয়ন সংগ্রহাকরীদের মধ্যে রেকর্ড ছাড়িয়েছে নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)-১। এখন পর্যন্ত এই আসনে নৌকা প্রতীকের প্রত্যাশায় বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজীসহ সর্বমোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Advertisement

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই ১৬ জন ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া, কায়েত পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী ডা. খালেদা খানম, অপু চৌধুরী, রূপগঞ্জ আওয়ামী লীগের নেত্রী মাহবুবা সুলতানা, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল জাব্বার, ব্যারিস্টার শামীম আজিজ, রাকিবুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুসহ ১৬ জন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভপতি আব্দুল হাই বলেন, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি নেত্রী আমাকে মনোনীত করবেন।

Advertisement

এমপি গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বিগত দিনে আমার কর্মকাণ্ড দেখে নেত্রী সন্তুষ্ট। আশা করছি নেত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে আবারও মনোনীত করবেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)।

এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

এএম/পিআর

Advertisement