আইন-আদালত

যারা অবরোধ করছে, আইন সম্পর্কে তাদের ধারণা নেই

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের বিষয়ে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা অবরোধ করছে, তাদের এই আইন সম্পর্কে তাদের ধারণা নেই।’

Advertisement

রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু আদালতের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কঠোর কোনো শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন তৈরি করা হয়নি। তারপরও তারা (শ্রমিকরা) না বুঝে এই অবরোধ করছে। আমি তাদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাই।

এর আগে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার সকাল থেকে শুরু হয়েছে এ ধর্মঘট।

Advertisement

অবরোধের কারণে গণমানুষের দুর্ভোগ হচ্ছে এতে আইনের প্রয়োগ হবে কি করে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন যেটা আছে আমার মনে হয় সেটা সড়কে দুর্ঘটনা কমানোর জন্য সহায়ক হবে। চালকরা যদি সঠিকভাবে গাড়ি চালায় তাহলে তাদের জন্য সহায়ক হবে। তারা যে কারণে ধর্মঘট করছেন সেটা মনে হয় আইনটা সঠিকভাবে না বুঝে করছেন। আইনে এমন কোনো প্রবিশন নেই যে, তারা অন্যায় না করা সত্ত্বেও তাদের ভোগান্তিতে পড়তে হবে। আমি তাদের আহ্বান জানাবো যেন, এ পথ পরিহার করে।’

বিভিন্ন জেলার মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যে জেলায় মামলা হয় সেই জেলায় বিচারকের মামলার শুনানির অধিকার আছে। সে ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। প্রয়োজনে মামলাটি ঢাকায় ট্রান্সফার করা যেতে পারে।’

এফএইচ/এআর/বিএ/এএইচ/পিআর/জেআইএম

Advertisement