ক্যাম্পাস

ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের গ্রেফতার করে সিআইডি। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, সিআইডি প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতসহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছি। এটা একটা চলমান প্রক্রিয়া। কেউ অপরাধ করে ছাড় পাবে না।

গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম (৪৫), ইনসান আলী রকি (১৯), মোস্তাাকিম হোসেন (২০), সাদমান সালিদ (২১), তানভির আহমেদ (২১), আবু তালেব (১৯)।

Advertisement

এমএইচ/জেএইচ/পিআর