অর্থনীতি

টাই ঢাকার নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণ

উদ্যোক্তাদের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন টাই (টিআইই- দ্য ইন্ডাস এন্টারপ্রেনার্স) গ্লোবালের ঢাকা চ্যাপ্টারের নতুন বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে।

Advertisement

শনিবার টাই ঢাকা চ্যাপ্টারের নবনির্বাচিত প্রেসিডেন্ট রুবাবা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই বোর্ড দায়িত্ব গ্রহণ করে।

টাই ঢাকা চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ। সংগঠনটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন কানতারা খান।

বাকি বোর্ড ডিরেক্টররা হলেন- সৈয়দ আলমাস কবির, তাহসিন আমান, মানতাশা আহমেদ ও তারেক রাফি ভূঁইয়া। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক চেয়ারম্যান সোনিয়া বশির কবির ও শামীম আহসান।

Advertisement

মনিটরিং, নেটওয়ার্কিং, শিক্ষা, ইনকিউবেটিং ও অর্থায়নের মাধ্যমে উদ্যোগগুলোকে জোরদার করাই টাই ঢাকার উদ্দেশ্য।

১৯৯২ সালে সিলিকন ভ্যালিতে দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত এক দল সফল উদ্যোক্তা, কর্পোরেট এক্সিকিউটিভ ও অভিজ্ঞ পেশাজীবী মিলে টাই গ্লোবাল গঠন করেন।

এমএ/বিএ/জেআইএম

Advertisement