রাজনীতি

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না : ওবায়দুল কাদের

ড. কামাল হোসেন নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন দল নিয়ে জাতীয় নতুন ঐক্য প্রক্রিয়াকে ‘সাম্প্রদায়িক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেতায় নেতায় ঐক্য হয়েছে। জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ ঐক্য জাতীয় নয়, এ ঐক্য জাতীয়তাবাদী, এ ঐক্য সাম্প্রদায়িক। এ ঐক্য কোনো কাজে আসবে না। আওয়ামী লীগকে ছাড়া কোনো জাতীয় ঐক্য হতে পারে না।’

Advertisement

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগামে প্রথম দিনের ‘রোড মার্চ’ শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সুশৃঙ্খল দল, জনপ্রিয় দল, গণমানুষের দল, মুক্তিযুদ্ধের দল। সামনের বিজয়ের মাসে আওয়ামী লীগের কাছে তারা পরাজিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবে।’

আওয়ামী লীগের সফলতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘সকালে ঢাকা থেকে রওনা দিয়ে তিনটি পথসভা করেছি। প্রতিটি পথসভা মহাসমাবেশে পরিণত হয়েছিল। আমি আমার জীবনে এতো লোক দেখিনি। সমাবেশস্থলের বাইরেও প্রচুর লোক দাঁড়িয়ে ছিল। এসব আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে।’

Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে শনিবার কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন ওবায়দুল কাদের। পথে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বক্তব্য দেন। এছাড়া চট্টগ্রামে প্রবেশের পর সীতাকুণ্ডে প্রথম পথসভা হওয়ার কথা থাকলেও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সংঘাতের আশঙ্কায় তা স্থগিত করা হয়।

আজ রোববার চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্রসিং এলাকার এসআর স্কয়ার সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশের অংশ নেবেন ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পরে বেলা ১২টার দিকে লোহাগাড়ার চুনতি হাইস্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

আরএস/এমএস

Advertisement