যে সময় সব দলগুলো ভাবছে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে, গুছিয়ে নিচ্ছে নিজেদের সব ঘাটতির জায়গা গুলো, সে সময় শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ভাবতে হচ্ছে দলের ইনজুরি শঙ্কা নিয়ে। বৃহস্পতিয়ার এশিয়া কাপ শুরুর দুই দিন আগে তৃতীয় সদস্য হিসেবে স্কোয়াড থেকে বাদ পড়ে গেলেন লঙ্কান টপঅর্ডার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা।
Advertisement
পিঠের চোটের কারণে এশিয়া কাপের পুরো আসর থেকেই ছিটকে গেছেন গুনাথিলাকা। তার বদলে স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ১১টি ওয়ানডে খেলেছেন শেহান।
গুনাথিলাকার আগে আঙুলের চোটের কারণে লঙ্কানদের এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। এছাড়া নিজের প্রথম সন্তানের অপেক্ষায় থাকা আকিলা ধনঞ্জয়াও দলের সাথে থাকবেন না গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে।
আসরের উদ্বোধনী দিনেই ১৫ তারিখ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। পরে ১৭ তারিখ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে ৫ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।
Advertisement
এসএএস/এমএস