খেলাধুলা

মালদ্বীপ-নেপাল ম্যাচে বজ্রপাতের হানা

সেমিফাইনাল শুরুর আগে থেকেই চোখ রাঙাচ্ছিল মেঘ। মালদ্বীপ ও নেপালের ম্যাচ শুরুর সময়ে পড়ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে তা বাড়তে বেশি সময় নেয়নি। বৃষ্টি বাড়ার সাথে বজ্রপাত শুরু হলে শ্রীলঙ্কান রেফারি দিলান পেরেরা খেলা বন্ধ করে দেন।

Advertisement

২৮ মিনিটে খেলা বন্ধের পর দুই দলের খেলোয়াড়রা টেন্টেই অবস্থান করছিলেন। কিন্তু পরপর কয়েকবার প্রচন্ড শব্দে বজ্রপাত হলে সবাই দৌঁড়ে ড্রেসিং রুমে চলে যান।

প্রায় ২০ মিনিট পর দুই দলের খেলোয়াড়রা মাঠে ফিরে আসেন। ৩২ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা।

দ্বাদশ সাফ সুজুকি কাপের প্রথম সেমিফাইনাল বন্ধ হওয়ার সময় ১-০ গোলে এগিয়ে ছিল মালদ্বীপ। ৯ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দেন আকরাম আবদুল ঘানি। ডান দিকে পাওয়া ফ্রি-কিক থেকে গোল করেন মালদ্বীপের অধিনায়ক।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম