জোকস

আজকের কৌতুক : ভোটের কালি চুলে লাগাবো

কৌতুক- এক : ভোটের কালি চুলে লাগাবোপল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল- পল্টু: স্যার, আঙুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে? অফিসার: না। পল্টু: তা হলে স্যার! সাবান দিয়ে ধুলে যাবে? অফিসার: না। পল্টু: তাহলে স্যার কতদিন পরে উঠবে? অফিসার: একবছর পর যাবে। পল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার? অফিসার: কেন? পল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাইগুলো একসপ্তাহের বেশি থাকে না।

Advertisement

> আরও পড়ুন- আজকের কৌতুক : ছেলের কামাই-রোজগার বেশ ভালো

****

কৌতুক- দুই : ব্যালেন্স কাটা যাবে না তো!নারী: হ্যালো! এটা কি কাস্টমার কেয়ার? কর্মকর্তা: হ্যাঁ, ম্যাডাম বলুন। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। নারী: বলছি আমার ছেলেটা আমার সিমটা খেয়ে ফেলেছে। কর্মকর্তা: দেখুন, আপনি ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান, এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন? নারী: না, আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টকটাইম আছে। কর্মকর্তা: তাতে কি? নারী: যতক্ষণ না পর্যন্ত সিমটা বের করা হচ্ছে; ততক্ষণ আমার ছেলেটা যদি কথা বলে তাহলে আমার ব্যালেন্স কাটা যাবে না তো!

Advertisement

> আরও পড়ুন- আজকের কৌতুক : এত মোটা হলি কীভাবে?

****

কৌতুক- তিন : অফিস টাইমে চুল কাটাতে গিয়েছিলেন?বস: কী ব্যাপার! আপনি এতক্ষণ কোথায় ছিলেন?কর্মী: চুল কাটাতে গিয়েছিলাম।বস: কি! আপনি অফিস টাইমে চুল কাটাতে গিয়েছিলেন?কর্মী: তাতে কী হয়েছে? চুলটাও তো অফিস টাইমে বড় হয়েছিল।বস: সেটা তো বাড়ি থাকাকালীনও বড় হয়েছে। কর্মী: তাই বলেই তো একেবারেই টাকলু হয়ে যাইনি। যতটুকু অফিসে বড়ো হয়েছিল ততটুকু কেটেছি!

এসইউ/পিআর

Advertisement