সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
সৌদির বাংলাদেশ দূতাবাস জানায়, গত কয়েক দিনে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
দূতাবাস জানায়, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের চাকরি থেকে অপসারণসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো কর্মকর্তার অনভিপ্রেত কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে দূতাবাস।
Advertisement
এএইচ/এসআর