আইন-আদালত

বরিশালে বিএনপি নেতাকর্মীদের হয়রানি না করতে রিট

আপিল বিভাগের নির্দেশনা থাকা সত্ত্বেও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

Advertisement

বুধবার (২৫ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এ রিট করেছেন।

তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও প্রচারকারীদের গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

Advertisement

রিটের বিষয়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৩০ জুলাই। এ নির্বাচনে একজন মেয়র, ৩০ ওয়ার্ডে কাউন্সিলর এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে আরও ১০ জনকে নির্বাচিত করা হবে। এখানে ভোটার দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২১ হাজার ৪৩৬ এবং এক লাখ ২০ হাজার ৭৩০ নারী ভোটার রয়েছে।

এফএইচ/এএইচ/এমএস

Advertisement