সাহিত্য

রাজউক কলেজে কৈশোর তারুণ্যের বইমেলা শুরু

কৈশোর তারুণ্যে বই এর দুই বছর পূর্তিতে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে তিনদিনের বইমেলা। মেলার উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আলী ইমাম।

Advertisement

কৈশোর তারুণ্যে বই’এর ৪২তম বইমেলায় ১৩টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলা চলবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মেলার উদ্বোধন করে আলী ইমাম বলেন জ্ঞানভিত্তিক সমাজ থেকে চ্যুত হয়ে আমরা তথ্যভিত্তিক সমাজের দিকে ঝুঁকছি। কিন্তু সমাজ ও রাষ্ট্রের কল্যাণে জ্ঞানভিত্তিক সমাজের বিকল্প নেই।

সেই জ্ঞানের সমুদ্র হচ্ছে বই। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের বইয়ের প্রতি অনুরক্ত হবার আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শওকাতুল আলম বলেন, আগামী দিনের নেতৃত্ব যারা নিতে চাইবে, তাদের বইমুখি হতেই হবে। অনুষ্ঠানে অ্যাডর্ন প্রকাশনের সৈয়দ জাকির হোসেন এবং কৈশোর তারুণ্যে বই এর সভাপতি তুষার আবদুল্লাহ বক্তব্য রাখেন।

এইচআর/এমএস

Advertisement