আবারও ইরানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলে সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইউরোপসহ পুরো বিশ্বের নিরাপত্তার জন্য ইরান প্রধান হুমকিতে পরিণত হয়েছে। খবর পার্স ট্যুডে।
Advertisement
এর আগেও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে তিনি বলেন, ইসলামি প্রজানন্ত্র ইরান সন্ত্রাসবাদে সহযোগিতা করছে।
নেতানিয়াহু এমন সময় এ দাবি করলেন যখন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ নির্মূলের কাজে গভীর মনোনিবেশ করেছে ইরান। ইরাক ও সিরিয়ায় তৎপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সামরিক উপদেষ্টার কাজ করছে তেহরান।
ইরাক ও সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আহ্বানে সাড়া দিয়ে ওই দুই দেশে সৈন্য পাঠিয়েছে ইরান। যারা ইরাক ও সিরিয়ায় ব্যাপকভাবে সন্ত্রাসবাদ ঢুকিয়ে দিয়েছিল তাদের কাছে তেহরানের এই পদক্ষেপ পছন্দ হয়নি।
Advertisement
ইরানের সামরিক উপদেষ্টাদের সহযোগিতায় ইরাক ও সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক বিজয় অর্জন করেছে। বিশেষ করে, ওই দু’টি দেশ থেকে এখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস নির্মূলের পথে রয়েছে।
টিটিএন/পিআর