দেশজুড়ে

বুলবুলের প্রচারণায় ককটেল হামলায় মামলা

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় ককটেল হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে ওই মামলা দায়ের করে।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, থানার উপপরির্দশক (এসআই) শামীম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এরা সবাই অজ্ঞাত। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বুলবুলের নির্বাচনী পথসভা চলছিলো। তাতে বক্তব্য রাখছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রূহুল কুদ্দুস তালুকদার দুলু। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহীন শওকত, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু প্রমুখ। এ সময় মুখোশ পরা ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে সভাস্থলে পরপর তিনটি ককটেল ছুঁড়ে চলে যান। এ সময় ককটেল বিস্ফোরণে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য এবং স্থানীয় স্বপন কর্মকার আহত হন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নেন।

এ ঘটনায় আরও ১০-১২ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করছে বিএনপি। এ হামলায় আওয়ামী লীগ জড়িত বলেও দাবি করেছেন দলটির নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপিই এ হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার পরে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/আরএ/আরআইপি