জাতীয়

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে পড়ে রফিকুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার সকাল ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিলে সকাল দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। বাবার নাম মৃত ওয়াজ উদ্দিন।

নিহতের ছোট ভাই আব্দুল জব্বার জানান, সকালে রফিকুল ক্রেনের মাধ্যমে বাকেট দিয়ে নিচ থেকে ছাদে ইট-বালু তুলছিলেন। এ সময় বাকেট ছাদে তোলার পর হাত দিয়ে টেনে নামানোর সময় ভার সামলাতে না পেরে বাকেটসহ তিনি নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/এমএমজেড/এমএস