খেলাধুলা

একঘেয়েমিই বেশি পছন্দ বেলজিয়ান কোচের

বিশ্বকাপে ফেবারিটদের মাঝে সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে বেলজিয়াম। প্রথম ম্যাচেই নবাগত পানামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রবার্তো মার্টিনেজের দল। কিন্তু সেই ম্যাচেও দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে অনেকেই। জোড়া গোল করে বেলজিয়ামকে বড় জয় এনে দেন রোমেলু লুকাকু। বেলজিয়ামকে অনেকে একঘেয়েমি দল বললেও, সেটিতেই বেশি খুশি কোচ।

Advertisement

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা একঘুঁয়ে দলই হতে চাই। আমরা একটি ফুটবল দল। আমাদের এখানে গল্প বলার সময় নেই। ভুল কারণ দেখিয়ে পাতা লেখার ইচ্ছাও নেই।’

‘আমরা একে অপরকে যত্ন নিতে সাহায্য করছি। আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। পরিশ্রম করেই লক্ষ্য অর্জনের চেষ্টা করবো। প্রথম দিনে আমাদের লক্ষ্য খুব ভালো ছিল। আমি নিশ্চিত এটা গণমাধ্যমের জন্য খুব একঘেয়েমি কিন্তু যেভাবে দল এগুচ্ছে তাতেই আমি খুশি।’

লুকাকু সম্পর্কে কোচের সোজাসাপ্টা উত্তর, সে এখানে সেরা গোলদাতা হতে আসেনি। ‘আমি আপনাদের বলতে চাই, সে বিশ্বকাপের সেরা গোলদাতা হতে আসেনি। সে দলকে সাহায্য করে জয় এনে দিতে এসেছে। তার কাজটা অনেকোটা গোল করে সাহায্য করার মত।’

Advertisement

প্রথম ম্যাচের মত তিউনিসিয়ার বিপক্ষেও হয়তো দলের নিয়মিত অধিনায়ক ভিনসেন্ট কম্পানিকে দেখা নাও যেতে পারে। পুরোপুরি ম্যাচ ফিটনেস পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে তার। তবে ম্যাচের আগেই জানা যাবে দলে তিনি থাকবেন কি-না।

আরআর/জেআইএম