যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রোববার রাত ১১টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ডাক্তারদের পরামর্শে লং আইল্যান্ডের উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে স্থানান্তর করা হয়।
Advertisement
বর্তমানে তিনি উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান জানান, ড. সিদ্দিকুর রহমান এক্রিট্রিয়াল ফিবরিলেশনে আক্রান্ত। তিনি বর্তমানে লং আইল্যান্ডের উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সিনাম নাইড়োর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, গতকাল ভোরে তার এনজিওগ্রাম করা হয়েছে। এ মুহূর্তে বাইরের কাউকে তার সঙ্গে সাক্ষাৎ করতে ডাক্তাররা নিষেধ করেছেন। তাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান তার আশু রোগ মুক্তি কামনায় পরিবার এবং দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন।
এমআরএম/জেআইএম
Advertisement