‘নিজেরা ঈদের নামাজ না পড়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দেয়াও বড় ইবাদত’ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
Advertisement
তিনি বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা করেছি। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? মানুষের নিরাপত্তা দেয়া এবং সমাজের শৃঙ্খলা রক্ষা করাও বড় ধরনের ইবাদত।’
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি। শুধু ঢাকা সিটিতে নয়, সারাদেশে উল্লেখযোগ্য বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন।’
Advertisement
‘আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিয়েছিলাম বিশেষ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরবাসী নিরাপদে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছেড়েছেন। ঈদের ছুটিটা আমাদের কাছে চ্যালেঞ্চ ছিল। ঈদে অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সে জন্য আমরা সিকিউরিটি গার্ডদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছি। সেই সঙ্গে থানা পুলিশের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঈদের সময় ট্রাফিক বিভাগকে বিশেষভাবে বলা হয় যে, কোনো অবস্থাতে মোটরসাইকেলে তিনজন চড়তে পারবে না। এমন কাউকে দেখলে ব্যবস্থা নিতে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের এ উদ্যোগ। আমরা যারা ঈদে ছুটিতে যায়নি তারা একটু বেশি পরিশ্রম করে বাকি দিনগুলোতে বেশি নিরাপত্তা দিতে হবে।’
‘আমাদের দায়িত্বে কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। ভবিষ্যতেও আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব।’ পেশাদারিত্বের সঙ্গে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সবাইকে ধন্যবাদ দেন ডিএমপি কমিশনার।
জেইউ/এমএআর/এমএস
Advertisement