ধর্ম

ন্যায় ও ইনসাফের অধিকারী হতে যে দোয়া করবেন

রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। এ মাসে রোজাদারের প্রতিটি ভালো কাজই ইবাদত। এ বরকতের মাসে ন্যায় ও ইনসাফের অধিকারী হওয়া অনেক মর্যাদা ও সম্মানের।

Advertisement

আল্লাহ তাআলা মাগফেরাত তথা ক্ষমাপ্রাপ্ত লোকদেরকেই ন্যায় ও ইনসাফের অধিকারী করেন। ন্যায় ও ইনসাফগার হওয়ার পাশাপাশি অল্পে সন্তুষ্টি ও তৃপ্তি লাভে আল্লাহর কাছে ধরণা দেয়া মুসলিম উম্মাহর একান্ত কর্তব্য।

পবিত্র রমজান মাসে ন্যায় ও ইনসাফকারী হিসেবে নিজেকে তৈরি করতে এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধরণা দিই। অল্পে সন্তুষ্ট থাকার আবেদন করি নিচের উল্লেখিত ভাষায়-

اَللَّهُمَّ زّيِّنِّى فِيْهِ بِالسِّتْرِ وَالْعَفَافِوَاسْتُرْنِىْ فِيْهِ بِلِبَاسِ الْقُنُوْعِ وَالْكَفَافِوَاحْمِلْنِىْ فِيْهِ عَلَى الْعَدْلِ وَالْاِنْصَافِوَ اَمِنِّى فِيْهِ مِنْ كُلِّ مَا اَخَافُبِعِصْمَتِكَ يَا عِصْمَةَ الْخَائِفِيْنَ

Advertisement

উচ্চারণ : ‘আল্লাহুম্মা যাইয়্যিননি ফিহি বিস-সিতরি ওয়াল আফাফি; ওয়াসতুরনি ফিহি বি-লিবাসিল কুনুয়ি ওয়াল কাফাফি; ওয়াহ্‌মিলনি ফিহি আলাল আদ্‌লি ওয়াল ইংসাফি; ওয়া আমিননি ফিহি মিন কুল্লি মা আখাফু; বি-ইসমাতিকা ইয়া ইসমাতাল খায়িফিন।’

আরও পড়ুন > রোজায় ইফতার বিতরণ ও আর্থিক অনুদানের তাৎপর্য

অর্থ : ‘হে আল্লাহ! আজকের দিনে আপনি আমাকে আত্মিক পবিত্রতার অলংকারে ভূষিত করুন। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে ঢেকে দিন। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করুন। আপনার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখুন। হে আল্লাহভীরুদের রক্ষাকারী।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কম প্রাপ্তিতে সন্তুষ্ট থাকার পাশাপাশি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন। আমিন।

Advertisement

এমএমএস/জেআইএম