ভ্রমণ

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আরও তিন বিভাগে ভারতীয় ভ্রমণ ভিসা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজ করেছে ভারতীয় হাইকমিশন। ঢাকার পর এখন সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে ভারতের ভিসা আবেদন জমা দিতে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না।

Advertisement

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটক ভিসার জন্য আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই এবং আগামী ২০ মে থেকে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আবেদন জমা দেয়া যাবে। আইভিএসিগুলো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭ এবং ১০ অক্টোবর ২০১৭ মিরপুর ১০, ঢাকা আইভিএসিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন এ ব্যবস্থার অংশ হিসেবে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল চালু করা হলো। এ পদক্ষেপের ফলে ভারতীয় ভিসাপ্রাপ্তিতে সহজ হবে।

Advertisement

আরএম/আরএস/জেআইএম