জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীতে বাস দুর্ঘটনায় নারায়ণ সাহা (৪৫) ও বিদ্যুৎস্পৃষ্টে বাপ্পী (২৫) নামে দুজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে।

Advertisement

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের পলওয়েল মার্কেটের সামনে সাকুরা পরিবহনের ধাক্কায় গুরুত্বর অাহত হন নারায়ণ সাহা ও তার ছোট ছেলে প্রান্ত সাহা। পরে তাদের উদ্ধার করে ঢামেকে অানলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণ মারা যান। ছেলে প্রান্ত চিকিৎসাধীন।

নিহত নারায়ণের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেগমবাগে। দীর্ঘদিন ধরে উত্তরখানের ফায়দাবাদ চৌরাস্তায় পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানে উর্মি গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, কদমতলীর জুরাইন এলাকার মুরাদপুর হাইস্কুলের রোডের ৩০৯/১ নম্বর বাসার ছাদে কবুতরের ঘর বানানোর সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হন বাপ্পী। পরে অাহতাবস্থায় ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত বাপ্পী ওই বাসার নিচ তলায় ভাড়াটিয়া। এলাকার একটি লেদার মেশিন কারখানায় কাজ করতেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/জেএইচ/পিআর

Advertisement