জোকস

আজকের কৌতুক : এই মাইয়া সুবিধার না

কৌতুক- এক : এই মাইয়া সুবিধার নাএক তরুণী দোকানে গেল একটা কথা বলা টিয়া পাখি কিনতে। দোকানদার একটি পাখির খুব প্রশংসা করল- দোকানদার : এটা সব বোঝে, নিজে থেকেই অনেক কিছু শিখে নেয়!

Advertisement

মেয়েটি খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করল- মেয়ে : আচ্ছা আমাকে দেখে আমার সম্পর্কে কী মনে হয় তোমার? পাখি : বেশি সুবিধার না, বাজে মাইয়া!

মেয়েটি রেগেমেগে দোকানদারকে গিয়ে অভিযোগ করল! দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে কয়েকটি চুবানি দিলো, এরপর জিজ্ঞেস করল- দোকানদার : আর খারাপ কথা বলবি? পাখি : না না, আর বলব না!

মেয়েটি খুশি হয়ে আবার পাখিটিকে জিজ্ঞেস করেল- মেয়ে : আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন পুরুষ নিয়ে ঢুকি, তুমি কী মনে করবে?পাখি : তোমার স্বামী। মেয়ে : যদি দু’জনকে নিয়ে ঢুকি? পাখি : তোমার স্বামী আর দেবর! মেয়ে : যদি তিনজনকে নিয়ে ঢুকি? পাখি : তোমার স্বামী, দেবর আর ভাই। মেয়ে : যদি চারজনকে নিয়ে ঢুকি?পাখি : ওই মিয়া বালতি নিয়া আসো! আগেই কইছিলাম, এই মাইয়া সুবিধার না, বাজে মাইয়া!

Advertisement

> আরও পড়ুন- আজকের কৌতুক : তোর ভাবি কুয়ায় পড়ে গেছিল

****

কৌতুক- দুই : সিগারেট খাওয়া শুরু করলে কেন?মা : শুনলাম, তুমি নাকি ইদানিং সিগারেট খাওয়া শুরু করেছো? কথাটা কি সত্যি?ছেলে : হ্যাঁ মা, সত্যি কথা।মা : শুনে ভালো লাগলো যে, তুমি সত্যি কথা বলা শুরু করেছো। আচ্ছা যা খেয়েছো- খেয়েছো, আর খেয়ো না। আচ্ছা আমি কি জানতে পারি, তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলে কেন?ছেলে : আমি দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করেছি মা!মা : মানে?ছেলে : সিগারেট হলো দেশের শত্রু ঠিক কিনা বলো?মা : হ্যাঁ ঠিক।ছেলে : সিগারেট হলো পরিবেশের শত্রু ঠিক কিনা বলো?মা : হ্যাঁ ঠিক।ছেলে : সিগারেট হলো যুব সমাজের শত্রু ঠিক কিনা বলো?মা : হ্যাঁ ঠিক।আমি : এ জন্যই তো এটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলছি। ভাবছি, মদটাও এবার শেষ করা শুরু করবো।

> আরও পড়ুন- আজকের কৌতুক : আমার স্বামী এসে পড়বে

Advertisement

****

কৌতুক- তিন : ফাইভ তো মারা গেছেশিক্ষক বল্টুকে ইংরেজিতে ওয়ান থেকে টেন পর্যন্ত বলতে বললো-বল্টু : ওয়ান, টু, থ্রি, ফোর, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন।শিক্ষক : ফাইভ কোথায়?বল্টু : স্যার ফাইভ তো মারা গেছে।শিক্ষক : কীভাবে?বল্টু : স্যার, কালকে ইংরেজি খবরে শুনলাম ফাইভ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট।

এসইউ/এমএস