ক্যাম্পাস

মহাসড়কে হাজী দানেশের শিক্ষার্থীরা

কোটা বাতিল নয়, কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর-ঠাকুরগাাঁও ও দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় স্লাগোনে ফেপে ফুসে ওঠেন হাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে অবস্থান নেন তারা। এখনও মহাসড়কেই অবস্থান করছেন। এতে দিনাজপুর-ঠাকুরগাাঁও ও দিনাজপুর-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। কিছু যানবাহন বিকল্প পথে চলাচল করছে।

আন্দোলনকারীদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

Advertisement