দেশজুড়ে

সুজানগরে বজ্রপাতে নিহত ৩ কৃষকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে বজ্রপাতে নিহত একই গ্রামের ৩ জনের মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধায় গাজনার বিলে পেঁয়াজ তুলতে গিয়ে তারা বজ্রপাতে মারা যান।

Advertisement

নিহতরা হলেন, উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)।

নিহতের পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে উপজেলার হাটখালি মৌজার গাজনার বিলে নিজের জমিতে পেঁয়াজ তুলতে যান ওই তিন কৃষক। এ দিন সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাতে তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।

শনিবার সকালে ওই মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Advertisement

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. ফরহাদ হোসেন এ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। এ দিকে শনিবার বিকেলে নিহত ৩ কৃষকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করেন এডিএম রেজাউল করিম।

এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) কায়ছারুল ইসলাম, প্রকল্প বাস্তবাস্তবায়ন কর্মকর্তা রেজাউল প্রমুখ উপস্থিত ছিলেন।

একে জামান/এমএএস/জেআইএম

Advertisement