ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেনকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।
Advertisement
রোববার রাত পৌনে ১টার দিকে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) লাইফ সার্পোট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। সেখান থেকে এউএস বাংলার তত্ত্বাবধানে তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।
কবির হোসেনের ভাতিজা জমির হোসেন ও ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৪ মার্চ) সকালে বোর্ড মিটিংয়ে জানানো হয়, বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের অবস্থা খারাপ তাদের মধ্যে কবির হোসেন একজন। তার ফুসফুস ও লিভারে আঘাতের কারণে কার্যক্ষমতা কমে গেছে। এছাড়া ফ্র্যাকচারও রয়েছে শরীরে। তার অবস্থার অবনতি হলে শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
Advertisement
উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস বাংলার ২১১ ফ্লাইটটি নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়।
এসএইচ/এএইচ/জেআইএম