দেশজুড়ে

চিঠি লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ময়মনসিংহ শহরের জামতলা মোড় ও তিনকোনা পুকুরপাড়ের মাঝামাঝি এলাকা থেকে শনিবার রাত ৮টায় নূরে আলম নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কনস্টেবল নূরে আলমের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। শনিবার সারাদিন নূরে আলম থানায় না আসায় পুলিশ তার সঙ্গে যোগযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় নুরে আলমের বাসায় পুলিশ পাঠান।

এ সময় পুলিশ দরজা-জানালা বন্ধ পায়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নূরে আলমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় এক চিরকুটে 'মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' বলে লেখা ছিল। তবে সেসময় বাসায় কেউ ছিল না। তার দুই সন্তান ও স্ত্রী জামালপুর সদরের বাসায় থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নূরে আলম আত্মহত্যা করেছেন। তবে অন্যকোনো কারণ আছে কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Advertisement

এফএ/পিআর