খেলাধুলা

ক্রিকইনফো অ্যাওয়ার্ডে নেই বাংলাদেশের কেউ

২০১৭ সালের পারফরফ্যান্সের নিরিখে সেরা পারফরমার অ্যাওয়ার্ড ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো'। এই অ্যাওয়ার্ডের তালিকায় নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম।

Advertisement

'ক্রিকইনফো'র বিবেচনায় সেরার তালিকাটা দখল করেছেন স্টিভেন স্মিথ, নাথান লায়ন, হেথার নাইট, ফাখর জামান আর মোহাম্মদ আমিরের মতো তারকারা।

পুনে টেস্টে ম্যাচ জেতানো ১০৯ রানের ইনিংসের কারণে টেস্টের সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারটি জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। গ্যাবায় সাড়ে আট ঘন্টায় তারই হার না মানা ১৪১ রানের ইনিংসটিও পেছনে পড়ে গেছে। পেছনে পড়েছে হেডিংলিতে শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের ম্যাচ জেতানো সেঞ্চুরি।

টেস্ট বোলিং অ্যাওয়ার্ড জিতেছেন অস্ট্রেলিয়ারই নাথান লায়ন। ব্যাঙ্গালুরু টেস্টে ৫০ রানে ৮ উইকেট নেয়া লায়ন পেছনে ফেলেছেন একই টেস্টে ৪১ রানে ৬ উইকেট নেয়া রবিচন্দ্রন অশ্বিনকে।

Advertisement

সেরা অধিনায়কের দৌঁড়ে এবারই প্রথমবারের মতো নারী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। স্টিভেন স্মিথ, বিরাট কোহলি আর সরফরাজ আহমেদকে পেছনে ফেলে বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনিই।

ওয়ানডের সেরা দুই অ্যাওয়ার্ডই গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তানের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা ফাখর জামান অপরাজিত ১৪১ রানের ইনিংসে জিতেছেন সেরা ব্যাটিংয়ের অ্যাওয়ার্ড। একই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নেয়া মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার।

এছাড়া ১৮ রানে ৭ উইকেট নিয়ে সহযোগী কোনো দেশের পক্ষে সেরা বোলিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড জিতেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।

টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। সেরা বোলিং অ্যাওয়ার্ড ভারতের যুজবেন্দ্র চাহালের। আর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ও ভারতের, জিতেছেন কুলদ্বীপ যাদব।

Advertisement

এমএমআর/পিআর