যে মিশনটা হয়ে থাকতে পারতো সাফল্যে মোড়ানো, তা উল্টো দুঃস্বপ্ন হয়েই থাকলো। তের মাস আগে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি তিন ফরমেটে সমতা রেখে দেশে ফেরা টাইগাররা এবার নাকাল ঘরের মাটিতেই। উড়ন্ত সূচনার পরও তিন জাতি ক্রিকেটে শিরোপা জিততে না পারার হতাশা। চট্টগ্রামের প্রথম টেস্টে মুমিনুলের উভয় ইনিংসে সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ, মুশফিক, লিটনের দৃঢ়টায় মুখ রক্ষা। কিন্তু ঢাকায় শেষ টেস্টে লঙ্কানদের দাপটে পর্যুদস্ত টাইগাররা। শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও চরম নাজেহাল। সব মিলিয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ।
Advertisement
এই ব্যর্থতার বৃত্তে আটকে থেকেই আগামী মাসে তিন জানি টি-টোয়েন্টি টুর্নামেন্ট (নিদহাস টি-টোয়েন্টি) খেলতে যেতে হবে সাকিব-তামিমদের। ভারত- শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ওই আসর শুরু হবে ৬ মার্চ। ৮ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে ৪ মার্চ কলম্বো উড়ে যাবে বাংলাদেশ দল।
তার আগের কয়েকটা দিন বিশ্রামে কাটবে তা নয়। আজ থেকেই ঢাকার প্রিমিয়ার লিগে ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের তারকারা। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের জন্য মূল ভেন্যু শেরে বাংলায় হয়নি এবারের প্রিমিয়ার লিগ। তবে মোহামেডান ও অগ্রণী বাংকের ম্যাচ দিয়ে আজ থেকে হোম অব ক্রিকেটে ফিরে যাচ্ছে দেশের একমাত্র ক্লাব ক্রিকেটের শীর্ষ ওয়ানডে আসরটি। এখন থেকে প্রতি রাউন্ডেই খেলা হবে মিরপুরে।
এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডানের ম্যাচ। গত তিন বছর দেশের জনপ্রিয় দুই দলের কোন ম্যাচ হয়নি মিরপুরের হোম অব ক্রিকেটে। বিকেএসপি বা ফতুল্লায় হয়েছে এ দুই দলের ম্যাচ।
Advertisement
এমআর/জেআইএম