ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট (আইএসআরটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
Advertisement
দিনব্যাপী অনুষ্ঠানটি ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনী অনুষ্ঠানে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা বলেন, পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। সেই সঙ্গে আগামী ২০ জানুয়ারির মধ্যে নির্ধারিত ১ হাজার টাকা অংশগ্রহণ ফি পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৮৩৭৬৪৩ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
Advertisement
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট বাংলাদেশে ফলিত পরিসংখ্যান বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার অগ্রযাত্রী।
স্বনামধন্য শিক্ষাবীদ এবং বাংলাদেশ পরিসংখ্যান শিক্ষার অগ্রপথিক জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন ১৯৬৪ সালে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বিগত ৫০ বছর এই ইনস্টিটিউট থেকে অনেক মেধাবী পরিসংখ্যানবিদের জন্ম হয়েছে যারা দেশ-বিদেশের শিক্ষাঙ্গন, শিল্প প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
এএস/এনএফ/এমএস
Advertisement