দেশজুড়ে

বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

Advertisement

সোমবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাহাঙ্গীর হোসাইন, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাল্যবিয়ে কমে আসবে। সরকার বাল্যবিয়ের বিষয়ে সচেতন হওয়ার কারণে সংশ্লিষ্টরাও এ বিষয়ে সোচ্চার হয়েছে। মাঠপর্যায়ে তারা বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রেখে চলেছে। বাল্যবিয়ে রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্যবিয়ে রোধে সবাই ভূমিকা রাখতে পারবে।

Advertisement

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি