বেতম বৈষম্য নিরসনে আমরণ অনশনে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে সেলফি উৎসবে মেতে উঠেছেন।
Advertisement
প্রথম দিকে অনেকে জুতা পায়ে মূল বেদিতে সেলফি তোলাসহ ঘোরাঘরি করলেও পরে শিক্ষক নেতারা আগতদের এ বিষয়ে সতর্ক করে দেন। তবে কিছুতেই তারা সেলফি তোলা থেকে বিরত হচ্ছেন না।
আগতরা অনেকেই বলছেন, অনেক দূর থেকে এসেছি। তাই স্মৃতি ধরে রাখতে ছবি তুলে রাখছি।
উল্লেখ্য, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল ১০টা থেকে অামরণ অনশন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
Advertisement
‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের’ উদ্যাগে এ অনশন কর্মসূচি শুরু হয়। এতে মহাজোটের অধীনে থাকা ১০টি সংগঠনের শিক্ষকরা অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক এসেছেন এক দফা দাবি আদায়ের অনশন কর্মসূচিতে।
জেএ/আরএমএম/এএস/বিএ/জেআইএম