আন্তর্জাতিক

ক্রিসমাসে ইউরোপে সফর না করতে নাগরিকদের পরামর্শ যুক্তরাষ্ট্রের

ক্রিসমাস এবং নববর্ষ উপলক্ষে ইতোমধ্যেই বিভিন্ন দেশে প্রস্তুতি শুরু হয়ে গেছে। খুব বেশি সময়তো আর বাকি নেই। তাই সবাই যার যার মতোই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই ক্রিসমাসেও ইউরোপে সন্ত্রাসী হামলার আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা খুব বেশি ঘটছে।

Advertisement

ফলে ক্রিসমাসে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা থেকে নিরাপদে থাকতে নিজেদের নাগরিকদের এ সময়ে ইউরোপে সফর না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বেশ কিছুদিন ধরেই ইউরোপ সফরে নাগরিকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে ওয়াশিংটন। বিশেষ করে যে কোনো উৎসবমুখর সময়ে ইউরোপের যে কোনো দেশে ভয়াবহ হামলার আশঙ্কা থেকেই এ ধরনের ভ্রমণ পরামর্শ দেয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে জার্মানির বার্লিনে একটি ক্রিসমাস মার্কেটে এবং ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে নববর্ষের প্রাক্কালে ভয়াবহ হামলা চালানো হয়।

Advertisement

বার্লিনে ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনায় ১২ জন এবং ইস্তাম্বুলের হামলায় ৩৯ জন নিহত হয়। এক বিবৃতিতে এসব হামলার কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

টিটিএন/পিআর