জোকস

আজকের কৌতুক : গৃহস্থকে চোরের উপদেশ

কৌতুক- এক : গরিবকে চোরের উপদেশএক গরিব লোকের ঘরে চোর এসে আতিপাতি করে খুঁজে নিয়ে যাওয়ার মতো কিছুই পেল না। হতাশ হয়ে চোর যখন চলে যাচ্ছে-লোক : দরজাটা বন্ধ করে যেও।চোর : দরজা খোলা থাকলেও সমস্যা নেই। আপনার ঘরে কেউ ঢুকবে না।

Advertisement

আরও পড়ুন- আজকের কৌতুক : রক্ত দিয়ে লাভ লেটার

****

কৌতুক- দুই : মুঠোর মধ্যে রেলগাড়িদুই মাতাল রাতে বাসায় ফিরছে। হঠাৎ একজন ডানহাত মুঠো করে ধরে পাশের জনকে দেখিয়ে বলে- ১ম মাতাল : ক তো দেহি, আমার হাতের মুডায় কী আছে?২য় মাতাল : রেলগাড়ি।

Advertisement

১ম মাতাল চমকে গেল। হাতের মুঠো ভালো করে চেক করে বলল-১ম মাতাল : খেলমু না, তুই দেখছোস।

আরও পড়ুন- আজকের কৌতুক : গরুই সবচেয়ে চালাক প্রাণি

****

কৌতুক- তিন : গ্রামার কাকে বলেশ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন- শিক্ষক : আচ্ছা, বলো তো গ্রামার কাকে বলে?ছাত্র : যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা গ্রামার এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে, স্যার।

Advertisement

এসইউ/এমএস