পঁচাত্তর পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
Advertisement
সোমবার দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউসি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন খালিদ মাহমুদ চৌধুরী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চা করতে হবে। পঁচাত্তর পরবর্তী সময়ে খুনি জিয়া বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছেন। প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি।
খালিদ মাহমুদ বলেন, আজকে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জাতি হিসেবে আমরা কলঙ্কমুক্ত হয়েছি। সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাবে।
Advertisement
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মোফাচ্ছেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর প্রমুখ।
এর আগে রানীপুকুর ইউনিয়নের জগৎপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান খালিদ মাহমুদ চৌধুরী। সেখানে বন্যার্তদের খোঁজ-খবর নেন ও ত্রাণ বিতরণ করেন।
এইউএ/এএম/এমএস
Advertisement