দলবদলের সব কিছু ঠিক হয়ে গেলে নেইমারকে হয়তো ধরে রাখতে পারবে না বার্সেলোনা। পাড়ি জমাতে পারেন প্যারিস সেইন্ট জার্মাইয়ে (পিএসজি)। তাহলে বার্সেলোনার আক্রমণভাগ পড়ে যাবে সংকটে।
Advertisement
আর সেই সংকট উত্তরণে নতুন কাউকে তো বেছে নিতে হবে বার্সার। বলা বাহুল্য যে, দলের প্রাণভোমরা লিওনেল মেসির মতকেই প্রধান্য দেবে কাতালান ক্লাবটি। সেক্ষেত্রে আর্জেন্টাইন সুপারস্টারের প্রথম পছন্দ তারই স্বদেশী পাওলো দিবালা। জুভেন্তাসের হয়ে বাজিমাত করছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পাওলো দিবালাকে পাওয়া না গেলে আর কে হতে পারেন নেইমারের বিকল্প? এবার মেসি জানালেন তারই আরেক স্বদেশী ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়ার নাম। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন ডি মারিয়া।
ডি মারিয়াকে পাওয়া না গেলে আর কে হতে পারেন নেইমারের বিকল্প? এবার মেসির পছন্দের তালিকায় যোগ হলেন ওসমানে ডেম্বালে। ২০ বছর বয়সী ফুটবলার ফ্রান্স জাতীয় দলে সুযোগ পেয়েছেন গত বছর। বর্তমানে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছেন ডেম্বালে।
Advertisement
এনইউ/পিআর