বিনোদন

আরএফএলের বিজ্ঞাপনে তানহা তাসনিয়া

দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান আরএফএল’র বিজ্ঞাপনের মডেল হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি আরএফএল র‍্যাকের বিজ্ঞাপনে কাজ করেছেন। রাজধানীর কোক স্টুডিওতে আজ শনিবার (১০ জুন) থেকে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু করে হয়েছে।

Advertisement

তানহা জাগো নিউজকে বলেন, ‘আজ শুটিং করছি সকাল থেকে, শেষ হবে রাতেই।’ তিনি বলেন, ‘বিজ্ঞাপনটির গল্পটা চমৎকার। কাজ করতে করতে মনে হচ্ছে এটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বাপ্পা মাহমুদ। তিনি জানান, ঈদের আগেই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।

তানহা এর আগে প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম, শাপলা থ্রি পিস ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। তানহা বলেন, ‘আমি এর আগে ছয়টি বিজ্ঞাপনে কাজ করেছি। সেগুলোর রেসপন্স খুব পজেটিভ ছিলো। আশা করছি আরএফএল র‍্যাকের বিজ্ঞাপনটিও সবার কাছে ভালো লাগবে।’

Advertisement

‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হন তানহা তাসনিয়া। আগামীতে তানহা অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এনই/এলএ